Informationবাংলা

ভাইরাস কি হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে? ভাইরাস কি শুধু ক্ষতিই করে?

আমরা আজকের এই পর্বে ভাইরাসের কিছু ক্ষতি সম্পর্কে জানব। যাই হোক ভাইরাস তো ভাইরাস।

ভাইরাস কি হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে?

ভাইরাস একটি প্রোগ্রাম। এ প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের সংস্পর্শে যেতে পারে, অন্যান্য প্রোগ্রামের মধ্যে বাস করে বিস্তার লাভ করে প্রোগ্রাম ফাইল ধ্বংস করতে পারে। ভাইরাস হার্ডওয়্যারেরও ক্ষতি করতে পারে। তাত্ত্বিকভাবে একথা সত্য। কারণ প্রোগ্রাম দ্বারা কম্পিউটার পরিচালিত হয়। তাই ভাইরাসকে যদি এমনভাবে তৈরি করা হয় যে ভিজিএ কার্ড এর স্ক্রীনে এমন রং দেখাতে নির্দেশ দিল যা আদৌ সম্ভ নয়। এক্ষেত্রে এ প্রোগ্রামের (ভাইরাসের) কার্যকারীতায় স্ক্রীণ নষ্ট হয়ে যেতে পারে। কিংবা যদি ডিস্ককে এত সংখ্যক বার একসেস করতে বলল যা সম্ভব নয়; হেডকে এমনভাবে ডেটা রিড করতে নির্দেশ দিল যা তার আওতার বাহিরে। তাহলে, ডিস্কটি বা হেডটি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্য এ ধরনের ভাইরাসের কথা এখনো শুনা যায়নি। অবশ্য ভাইরাস লেখকরা অপেক্ষাকৃত অধিক মূল্যবান প্রোগ্রাম বা ডেটা নষ্ট করার উদ্দেশ্যে ভাইরাস তৈরি করতেই বেশি মনোযোগী। তাই হার্ডওয়্যার নষ্ট করার ভাইরাস তারা বেশি বানায় না।

ভাইরাস কি শুধু ক্ষতিই করে?

আশির দশক থেকে এ পর্যন্ত ভাইরাস বলতে যা বুঝায়। তা সবই ধ্বংসাত্মক। ভাইরাসের নাম শুনলেই আজ সবাই আতকে ওঠে। কিন্তু সব ভাইরাসই কি ক্ষতিকারক? অনেক কম্পিউটার ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে ধ্বংসাত্মক হয় না, এরা অনেকে প্রথমে ম্যাসেজ প্রদর্শন করে, মিউজিক বাজায় কিংবা হয়তো শেষ পর্যন্ত লক্ষ্য করার মত অনিষ্ঠই করে না। কম্পিউটার ভাইরাসও একটি বড় টেকনোলজী। ভালো কাজে ব্যবহার করার উদ্দেশ্যে অনেকে এ টেকনোলজী তৈরি করতে গিয়ে তাদের অনিচ্ছায় ছড়িয়ে ক্ষতিকারক ভাইরাসে পরিণত হতে দেখা যায়। মানে হলো কোডিং এর ত্রুটির কারণেও অনেক সময় ভাইরাস তৈরি হয়। কম্পিউটার ভাইরাস কি কেবলমাত্র ক্ষতিকারক দৃষ্টান্তই রাখবে? না’কি এর থেকে ভালো কাজও আশা করা যেতে পারে? কম্পিউটার ভাইরাস নিয়ে এসব প্রশ্ন উত্থাপন  এর পর এক শ্রেণীর ভাইরাস প্রোগ্রামার এবং ভাইরাস প্রেমিক ভাইরাসকে ভাল কাজে লাগানোর পক্ষে বেশ জোরালো পদক্ষেপ গ্রহণ করেন এবং এমন সময়ই কয়েকজন অতি-উৎসাহী প্রোগ্রামার Beneficial Virus ধারণার উদ্ভাব ঘটান। এমন কি কেউ কেউ এ ধারণার বাস্তবায়ন করতে গিয়ে কয়েকটি যেন-তেন Beneficial Virus তৈরিও করে ফেলেন। Beneficial Virus হলো সে সব Self-Extracting বা Self-replicating প্রোগ্রাম। যারা সিস্টেমের অভ্যন্তরে হিডেন ফাইল হিসেবে অবস্থান করে অন্যান্য ক্ষতিকারক ভাইরাস ধ্বংস বা সিস্টেমের মনিটর করতে সাহায্যে করে। বর্তমানে আমরা যেসব এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি এগুলোই হলো Beneficial Virus. আর এরা আমাদের কি সুবিধা করে, তাতো মনে বলার দরকার নাই।

Related Articles

Leave a Reply

Back to top button