VisualStudioHeader

ভিজুয়্যাল স্টুডিও অথবা ভিজুয়্যাল বেসিক/ সি++/ সি# /এফ# চালুকরার নিয়মঃ

Tutorial বেসিক

ভিজুয়্যাল স্টুডিও কম্পিউটারে ভালোভাবে ইন্সটল করা থাকলে নিম্নোক্ত নিয়মে শুরু করা যাবে।

১। প্রথমে কম্পিউটার চালু করতে হবে এবং এরপরে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করলে পপ-আফ মেনু আসবে। উক্ত চিত্রের মত।

২। এই মেনু হতে All Apps ক্লিক করলে মেনু Expand হবে। এবার মাউসের স্ক্রোল করে Microsoft Visual Studio 2010/2012/2015/2017/2019 তে যেতে হবে। এখানে আসার পরে, Visual Studio 2010/2012/2015/2017/2019 তে মাউস দ্বারা ক্লিক করে, কিছু সময় অপেক্ষা করতে হবে। চিত্রের মত।

৩। এই বার যে উইন্ডোটি আসল। এটিকে ভিজুয়্যাল স্টুডিওর Standard Windows বলা হয়। আর এই উইন্ডো থেকেই যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কাজ করা যাবে। যে ল্যাংগুয়েজ গুলো ভিজুয়্যাল স্টুডিওতে আছে।

 

ভিজুয়্যাল স্টুডিওর উইন্ডো পরিচিতিঃ

উক্ত ভিজুয়্যাল স্টুডিও উইন্ডো কে Integrated Development Environment বলা হয়। আমরা এখানে এই উইন্ডো সম্পর্কে জানব।

টাইটেলবারঃ উইন্ডোটির সবার উপরের নাম সংবলিত বারটিকে টাইটেল বার বলে।

মেনুবারঃ টাইটেল বারের নিচে File, Edit, View …….  ইত্যাদিত সংবলিত বারকে মেনুবার বলে। এই মেনুর অধিনেক অনেক সাবমেনু বা কমান্ড আছে। যেগুলো দিয়ে ভিজুয়্যাল স্টুডিওতে প্রোগ্রামিং এর সময় অনেক কাজে লাগবে। বিভিন্ন কমান্ড করা যাবে।

টুলবারঃ মেনুবারের নিচে বিভিন্ন আইকোন সংবলিত বারকে সাধারণ টুলবার বলে। এই বারে বিশেষ কিছু কমান্ডের আইকোন বাটন রয়েছে। যেগুলোর মাধ্যমে সেই কাজ গুলো অতি-সহজে সম্পাদন করা যায়। এই রকম আরও অনেক টুলবার আছে।